জাতীয় সংসদের জন্য ৩১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় সংসদ ভবনআগামী ২০১৭-২০১৮ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩১৪ কোটি ৯১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
বুধবার অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ২৮তম বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনে কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন ও বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ আ. স. ম ফিরোজ বৈঠকে অংশ নেন।
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কমিশন বৈঠকে চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং আগামী ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণও অনুমোদন করা হয়।



/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

যে কারণে শীর্ষ করদাতার তালিকায় নেই গার্মেন্টস ব্যবসায়ীরা