রমজানের আগেই হাইকোর্টের মূর্তি অপসারণের দাবি খেলাফত আন্দোলনের

খেলাফত আন্দোলনের মানববন্ধনে সংগঠনটির নেতারাআসন্ন রমজানের আগেই হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সর্বগ্রাসী সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূল ও হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর কমিটি। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির আমির মওলানা মোহাম্মদ হোসেন আখন্দি।

মানববন্ধনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। তাই হাকোর্টের সামনে মূর্তি চাপিয়ে দেওয়া এক ধরনের জঙ্গিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পরও মূর্তি কেন অপসারণ করা হলো না? এতে আমরা বিষ্মিত হয়েছি। হাইকোর্টের মূতি স্থাপন কোনও ইনসাফ নয়, এটা কোনও বিচারপতির কাজ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলেমদের সম্মান করতেন। আলেমদের সান্নিদ্ধে যেতেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আল্লামা শফীকে শ্রদ্ধা করেন।’

এ সময় তিনি কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাফরুল্লাহ খান বলেন, ‘প্রত্যেক থানায় আলেমদের প্রধান করে জঙ্গিবাদ বিরোধী কমিটি করে দেন। ইনশাল্লাহ জঙ্গিবাদ নির্মূল হবে।’

/এসটিএস/এসএনএইচ/