রাজউকের ফ্ল্যাট বিক্রিতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবিক্রিত ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।এক্ষেত্রে মোট মূল্যের এক তৃতীয়াংশ এককালীন প্রদান ও অবশিষ্ট মূল্য কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ প্রদানের সুপারিশ করেছে কমিটি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মো.জাহিদ আহসান রাসেল, এ.কে.এম ফজলুল হক, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে মানিক মিয়া এভিনিউর পাশে অবস্থিত সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) হতে সংসদে যাতায়াতের জন্য আন্ডার পাস তৈরি এবং সংসদ সদস্যদের নিরাপত্তার জন্যে ন্যাম ফ্ল্যাটে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক থেকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের বিষয়টি নিয়মিত তদারকির সুপারিশ করা হয়। আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মিত ভবনে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ  রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে রাজউকের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের প্লট বরাদ্দ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন, রাজউকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে  বিল্ডিং কোড, বিল্ডিং প্ল্যান ও প্ল্যান পাস প্রক্রিয়া এবং যত্রতত্র অপরিকল্পিত অবৈধ ভবন নির্মাণ বন্ধে কার্যকর এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়।

/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

ইংলিশ মিডিয়াম স্কুলে ৩ মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ