প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত: ফরীদ উদ্দীন মাসঊদ

ফরীদ উদ্দীন মাসঊদ

প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। রবিবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘একজন প্রধান বিচারপতি জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু ভাস্কর্য বনাম মূর্তি নিয়ে তার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে। তিনি বিতর্কিত হয়ে পড়েছেন বলে অনুমেয়। এতে জাতি হতাশ। কাজেই স্বতঃস্ফূর্তভাবে তিনি (প্রধান বিচারপতি) পদত্যাগ করে জাতিকে মুক্তি দেবেন বলে আশা করি।’

এদিকে, আরেক বিবৃতিতে ম্যানচেস্টার ও মিসরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘নিরপরাধ সাধারণ মানুষদের হত্যা করা একটি অমানবিক ও ঘৃণ্য কাজ। ইসলামকে ছোট করতে এবং মুসলিম সমাজকে হেয় করার ঘৃণ্য উদ্দেশ্যেই এসব হামলা চালানো হচ্ছে। অন্য যে কোনও ধর্মের প্রতি ইসলাম সহনশীল, সহিষ্ণু। মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। ম্যানচেস্টার এবং মিসরে কপটিক খ্রিস্টানদের চার্চে আক্রমণকারীদের উদ্দেশ্য মূলত ইসলামকেই ছোট করা। অন্যায় হামলাকারী-সন্ত্রাসী-জঙ্গি কখনোই ইসলামের অনুসারী হতে পারে না।’

 /সিএ/এসটি/