জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল গঠনের ঘোষণা আইএফসির

আইএফসি

জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য এক কোটি ডলারের একটি বিনিয়োগ তহবিলের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। ক্ষুদ্র ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য এই তহবিল থেকে অর্থ পাবে।

আজ মঙ্গলবার আইএফসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে অসুবিধা হয়। ক্ষুদ্র প্রতিষ্ঠান সহায়তা বাংলাদেশ ভেঞ্চার তহবিল থেকে অর্থ নিয়ে তারা তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে।

ক্ষুদ্র প্রতিষ্ঠান সহায়তা বাংলাদেশ ভেঞ্চার তহবিল ২০১০ সালে চালু করা হয় এবং এটি শুধু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে অর্থায়ন করার অনুমোদন আছে। এই এক কোটি ডলারের আগে আইএফসি এক কোটি ২০ লাখ ডলার এই তহবিলের মাধ্যমে বিতরণ করেছে।

 /এসএসজেড/এসটি/