এএসপি মিজানের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড: আইজিপি

নিরাপত্তা পরিদর্শন শেষে বক্তব্য দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হকহাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। বৃহস্পতিবার গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

শহিদুল হক বলেন, ‘এ হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছে বা কারা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কাজ শুরু হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তদন্ত করছে।’

দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘২৬ রোজা পর্যন্ত কোনও বড় ধরনের অপ্রিতিকর ঘটনা আমাদের কানে আসেনি। শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ থেকে আমরা একই রকম তথ্য পেয়েছি।’

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘এ বছর অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও চুরি একেবারেই নেই। ঈদগাহ জামাতকে কেন্দ্র করে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছ। এ নিরাপত্তা ছিন্ন করে কোনও নাশকতা ঘটানো সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় যানজট নিয়ে পুলিশ কাজ করছে। তবে অবকাঠামোগত দুর্বলতার কারণে পুলিশের পক্ষে এ সমস্যার পুরোটা সমাধান করা সম্ভব হচ্ছে না।’
উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

/আরজে/এসএনএইচ/