সরকার আইনে বিশ্বাসী না: মওদুদ

মওদুদের সংবাদ সম্মেলনসরকার আইনে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘বাড়িটি ফিরে পেতে আমি আদালতে একটি রিট করেছি। তা শুনানির অপেক্ষায় আছে। ভাড়াটিয়া হিসেবে আমার থাকার যে অধিকার আছে তা ক্ষুণ্ন করা হয়েছে। দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থা রাজউক গর্হিত কাজ করেছে। এখানে আইনের কোনও বিধান নেই। এটাই প্রমাণ করে সরকার আইনে বিশ্বাসী না।’

রবিবার গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘এটা আইনের পরিপন্থী। নাগরিক হিসেবে সংবিধানে যে অধিকার আছে তা ক্ষুণ্ন করা হয়েছে। এ বাড়ি ভাঙতে আদালতের কোনও নির্দেশনা নেই।’

তিনি আরও বলেন, ‘আইনের বিধান আছে, যদি কোনও স্থান কারও দখলে থাকে তাকে ৩০ দিনের নোটিশ দিতে হয়। কিন্তু তারা আমাকে কোনও নোটিশ দেননি।’

বিএনপির এ নেতা বলেন, ‘গুলশানের বাড়িটি ভেঙে রাজউক আদালতকে অপমান করেছে। তারা কোন আইনের বলে আমার গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে? যদি তাদের কাছে এ বিষয়ে আদালতের কোনও কপি (নির্দেশনা) থাকে তবে সেটা তারা দেখাক। কারণ বাড়িটির বিষয়ে দুটি মামলা বিচারাধীন।’

এ সময় তিনি বাড়িটি থেকে ৪৪ প্রকার মালামাল পাওয়া না যাওয়ার অভিযোগ করে বলেন, ‘আমার ওপর সরকারের আক্রোশের  অন্যতম কারণ রাজনৈতিক প্রতিহিংসা। কারণ আমি বিরোধী দলের রাজনীতি করি।’

/এসএস/এসএনএইচ/