ফেরার সময়ও যানজট থাকবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরএবারের ঈদকে সামনে রেখে ঘরমুখো অসংখ্য মানুষ যাত্রাপথে কম দুর্ভোগে পড়েছেন বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্য বছরের তুলনায় যানজটও কম হয়েছে বলে দাবি তার। রবিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ফেরার সময়ও যাত্রীদের যানজটের মতো কোনও সমস্যা হবে না, এমন নিশ্চয়তা সবাইকে দিচ্ছি। ফেরার সময়ও তাদের কল্যাণে আমাদের লোকজন এবং মন্ত্রী ওবায়দুল কাদেরও রাস্তায় থাকবে।’
টিমওয়ার্কের সুবাদেই যানজট হয়নি বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যানজট না হওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকেও কৃতিত্ব দেবো। কারণ তিনি অবিরাম মনিটরিং করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে যথাযথভাবে। এরপরও যারা কিছুটা দুর্ভোগে পড়েছেন ও যন্ত্রণা সয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে শনিবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, ঈদে যানজটে অসংখ্যা মানুষের দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, ঈদে জনদুর্ভোগের জন্য দায়ী প্রধানত সড়ক পরিবহনমন্ত্রী, তাই তার পদত্যাগ করা উচিত।’
রিজভির ওই অভিযোগের জবাব দিতে গিয়ে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, ‘অনেক চেষ্টা তদবির করে বিএনপি আন্দোলনের কোনও ইস্যু না পেয়ে হতাশা থেকে এখন আবোল-তাবোল বলছে। ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ ও ভোগান্তি অন্যান্যবারের চেয়ে অনেক কম, রাস্তায় যানবাহনের ধীরগতি থাকলেও যানজট নেই। অথচ বিএনপি নেতারা এখন কল্পিত ভোগান্তির কাহিনি বলে বেড়াচ্ছেন।’

আন্দোলনে ব্যর্থতার জন্য উল্টো বিএনপির নেতাদের পদত্যাগ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আট বছরে আট মিনিটের জন্যও দলটি আন্দোলন করতে পারেনি। এখন আর কোনও ইস্যু খুঁজে পাচ্ছে না তারা। বরং আন্দোলনে ব্যর্থতার জন্য তাদের সব নেতার পদত্যাগ করা উচিত।’

/ইএইচএস/জেএইচ/