নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যৌথ শিক্ষা-গবেষণা চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিকায়নে প্রয়োজনে প্রকল্প গ্রহণ করতেও আগ্রহ প্রকাশ করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার (১১ জুলাই) অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর উপাচার্যের সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান আ আ ম স আরেফিন সিদ্দিক। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকের সময় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিকায়নের ওপর গুরুত্ব তুলে ধরেন উপাচার্য। এ সময় আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

/এসএমএ/