বিএনপি জেনেশুনে আগুনে ঝাঁপ দেবে না: বাণিজ্যমন্ত্রী

 

তোফায়েল আহমেদ (ছবি: সংগৃহীত)নির্বাচন কমিশন (ইসি) বাস্তবসম্মত ও সুন্দর রোডম্যাপ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তারা গত নির্বাচনে অংশ নেয়নি। আমরা অংশ নিয়ে সরকার গঠন করে ৫ বছর পার করছি। আশা করি, বিএনপি আর ভুল করবে না। জেনেশুনে আগুনে ঝাঁপ দেবে না।’ রবিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে, এটি সংবিধানে নেই। সংবিধানপরিপন্থী কেউ কিছু প্রস্তাব করলে, তা গ্রহণযোগ্য হবে না। সংবিধানবিরোধী কোনও প্রস্তাব আমরা গ্রহণ করব না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে। ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না, তা তাদের বিষয়। ২০০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম।  বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলাম। ওই সরকার এখন তার ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে। আমার মনে হয় না বিএনপি এর পরেও আগুনে ঝাঁপ দেবে। আমার মনে হয়, তারা অতীতের মতো ভুল করবে না।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ইবিএম চালু করবে কি করবে না, তা নির্বাচন কমিশনের বিষয়। তবে এ বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই।’

/এসআই/এমএনএইচ/