ড. ফাহমিদের দুঃখ প্রকাশ, মামলা প্রত্যাহারে সম্মত ড. মনসুর

ড. মনসুর আহাম্মদ ও ড. ফাহমিদুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হকের দুঃখ প্রকাশের পর সহকর্মী অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ তথ্য-প্রযুক্তি আইনে করা মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) বিভাগের একাডেমিক কমিটির সভায় ড. ফাহমিদুল দুঃখ প্রকাশ করেন। এরপর ড. মনসুর মামলা প্রত্যাহারে রাজি হন বলে একইদিন রাতে এমসিজে বিভাগের চেয়ারম্যান বিভাগের অধ্যাপক মফিজুর রহমানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এক কথা বলা হয়।

এতে বলা হয়,‘১৬ জুলাই ২০১৭ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ফাহমিদুল হক ২ ও ৩ জুলাই এমএসএস ২০১৬ এমসিজে সিক্সথ ব্যাচের ফেসবুক গ্রুপে এমএসএস পরীক্ষার ফলাফল বিষয়ে বিভাগের সহকর্মী অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের নামে যেভাবে পোস্ট দিয়েছিলেন তা সঠিক ছিল না বলে দুঃখ প্রকাশ করে আজ আর একটি পোস্ট প্রদান করেছেন। তার দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ ফাহমিদুল হকের বিরুদ্ধে করা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলাটি প্রত্যাহার করবেন বলে সম্মতি প্রকাশ করেছেন।’

/এসটি/