৩৫ তম বিসিএস: ১৫ প্রার্থীর নিয়োগ স্থগিত

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন৩৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ হলেও নন ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বাছাই করা ১৫ জন প্রার্থীর দেওয়া তথ্যে অসঙ্গতি পেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফলে তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ জন প্রার্থী যে তথ্য সরবরাহ করেছে, তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে, তারা সঠিক তথ্য দেননি। ফলে আমরা তাদের নিয়োগ স্থগিত করে নোটিশ দিয়েছি ।’

তিনি বলেন, ‘তাদের কাছে আবারও নতুন করে তথ্য চাওয়া হয়েছে। তাদের যাবতীয় কাগজপত্রসহ আগামী ২৪ জুলাই সকাল ১১টায় পিএসসিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। নিজ নিজ ঠিকানায় প্রয়োজনীয় তথ্য ও কাজগপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে।’

এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, ১৫ জনের মধ্যে চার জন প্রার্থী গুরুতর মিথ্যা তথ্য দিয়েছে বলে ধারণা করছে পিএসসি।

/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: আ. লীগ আসলে পুরস্কার, বিএনপি থাকলে তিরস্কার