সমাজসেবায় কাজের পরিধি বেড়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসমাজসেবা অধিদফতরে কাজের পরিধি এখন অনেক বেড়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ডিজিটাল পদ্ধতিতে সমাজসেবা অধিদফতর নিরলসভাবে কাজ করছে। মন্ত্রণালয়ের নির্দেশে সমাজসেবা অধিদফতরের সব কাজ এখন ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।

প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রতিবন্ধিরা সমাজের সম্পদ। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার তাদের জন্য কাজ করে যাচ্ছে। ভিশন একুশ বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও কাজ করতে হবে।’

দিবসটি উপলক্ষে দিনব্যাপী একটি মেলার আয়োজন করা হয়। এতে ১৬টি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তাদের সেবামূলক কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন প্রতিমন্ত্রীর কাছে।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (প্রশাসনও অর্থ) একেএম খায়রুল আলম, পরিচালক (কার্যক্রম) মো. ইউসুফ, পরিচালক (প্রতিষ্ঠান) মো. জুলফিকার হায়দার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ।

/এসএস/এসএমএ/