প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের জন্য পাঁচ মাস মেয়াদি আইন ও প্রশাসন কোর্স শুরু হয়েছে। রবিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০২ ও ১০৩তম মৌলিক প্রশিক্ষণের এ কোর্সটি উদ্বোধন করা হয়। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও সচিব মো. আনোয়ারুল  ইসলাম সিকাদার। প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন বিসিএস (প্রশাসন) ৩০, ৩১ ও ৩৩ ব্যাচের ৮০ জন কর্মকর্তা। এসব কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘নবীন কর্মকর্তাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করতে হবে।’
পাঁচ মাস মেয়াদি এ দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাগণ বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আরজে/এসএমএ/