৫৭ ধারা বাতিলের আহ্বান নোয়াবের

নোয়াবমতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার অন্তরায় সৃষ্টি করে, এমন কোনেও আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে বিতর্কিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা অবিলম্বে বাতিল এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। রবিবার (২৩ জুলাই) রাতে নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার নোয়াবের এক সভায় গৃহীত প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবাদপত্রশিল্পের ওপরও আঘাত।

বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত নতুন ডিজিটাল আইন এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় আইসিটি আইনের ৫৭ ধারার অনুরূপ বিধান সংযোজনের উদ্যোগে উদ্বেগ জানিয়েছে নোয়াব।  

সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী কোনও পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানিমূলক মামলায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নেয়াব।

/এসএমএ/