২৪ ঘণ্টার মধ্যে সিটিসেল চালুর নির্দেশ আপিল বিভাগের

সিটিসেল

বন্ধ থাকা বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে সিটিসেলের লাইসেন্স পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ জুলাই) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী ও খন্দকার রেজা-ই রাকিব।

এর আগে, সোমবার (২৪ জুলাই) নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিল চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। ২০১৭ সালের ১৯ নভেম্বরের মধ্যে এই ১০০ কোটি পরিশোধ করতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে সিটিসেল কর্তৃপক্ষ। কিন্তু বকেয়া টাকা পরিশোধ করা হয়নি এই অভিযোগে গত ২১ অক্টোবর সিটিসেলের কার্যক্রম (স্প্রেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
পরে বিটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সিটিসেল। তার পরিপ্রেক্ষিতে আজকের এই আদেশ দেন আপিল বিভাগ। এবং আদালত অবমাননার বিষয় আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়।
/এমটি/এআর/