ডিজিটালাইজড করায় ভূমি অফিসের দুর্নীতি কমেছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ফাইল ফটো)বাংলাদেশে ভূমি অফিসগুলো ডিজিটালাইজড করায় দুর্নীতি অনেকটা কমেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুল রহমান শরীফ। তিনি বলেন, ‘ডিজিটালাইজড ভূমি অফিসের দুর্নীতি রোধে সরকার কাজ করছে। ফলে দুর্নীতি অনেকটা কমেছে।’

বৃহস্পতিবার সকাল ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শামসুল রহমান শরীফ বলেন, ‘আমি ডিসিদের ভূমি সংক্রান্ত দুর্নীতিগুলো কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে জনগণকে ভূমি সংক্রান্ত সেবা দিতে বলেছি। এছাড়া ভূমি অফিসে গেলে ঘুষ না দিতে আমি জনগণকে আহ্বান জানাচ্ছি।’

তিনি ডিসিদের উদ্দেশ করে আরও বলেন, ‘ডিসিরা প্রভু না, জনগণের সেবক। এটি মনে রেখে কাজ করুন।’
/এসআই/এসএনএইচ