এখন দেশে ৪০ শতাংশ মানুষ ডিজিটালাইজড: পলক

জুনাইদ আহমদ পলক (ফাইল ফটো)বর্তমানে দেশের ৪০ শতাংশ মানুষ ডিজিটালাইজড বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘সরকারের ক্ষমতা গ্রহণের  সময় দেশে ডিজিটালইজড মানুষের সংখ্যা ছিল শুন্য শতাংশ। যা এখন বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। তবে চলতি বছর শেষে  এ হার ৬০ শতাংশে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘সরকার ই-গর্ভনেন্সের প্রতি গুরুত্ব দিচ্ছে। তাই জেলা প্রশাসকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে আইসিটি পার্ক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। তাই জমি পাওয়া গেলে ৬৪ জেলায় এ পার্ক স্থাপন করা হবে।’

/এসআই/এসএনএইচ/