ঢাবি সিনেট অধিবেশন বর্জনের ঘোষণা সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য শনিবার (২৯ জুলাই) ডাকা সিনেটের বিশেষ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছেবিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার সিনেটের বার্ষিক অধিবেশন হওয়ার কথা রয়েছে। তবে ওই সিনেট সভা স্থগিত করে অবিলম্বে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ অন্য ক্যাটাগরির শূন্যপদ পূরণের পর উপাচার্য প্যানেল নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন সাদা দলের আহ্বায়ক আখতার হোসেন খান।

ঢাবি অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী বর্তমান সিনেটে ৫৫টি পদ শূন্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘সিনেটের প্রায় অর্ধেক সদস্যপদ খালি রেখে,বিশেষ করে রেজিস্টার্ড গ্রাজুয়েটের মতো গুরুত্বপূর্ণ ২৫টি পদ খালি রেখে,একটি অসম্পূর্ণ সিনেটের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন কারও কাছেই কাঙ্ক্ষিত নয়। এই প্রক্রিয়াকে আমরা নৈতিকভাবে সমর্থনযোগ্য বলে মনে করি না।'

/এসটি/