৭৮ হজযাত্রী না নিয়েই ঢাকা ছেড়েছে সাউদিয়ার দু’টি ফ্লাইট

সাউদিয়া এয়ারলাইন্স৭৮ জন হজযাত্রীকে না নিয়েই শুক্রবার (২৮ জুলাই)বিকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে সাউদিয়া এয়ারলাইন্সের দু’টি হজফ্লাইট। তবে সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে নীড় ট্রাভেল এজেন্সির হজযাত্রীরা দেরিতে আসার কারণে তারা যেতে পারেননি।
সাউদিয়া এয়ার্যলাইন্সের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ে হজযাত্রীরা আসতে পারেননি। এ ক্ষেত্রে এয়ারলাইন্সের কোনও ত্রুটি নেই। হজ এজেন্সিগুলোকে আগেই জানানো হয়েছিল ফ্লাইট ছাড়ার ৫ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। ফ্লাইট মিস করা যাত্রীরা নো-শো চার্জ দিয়ে পরবর্তী ফ্লাইটে যেতে পারবেন।’

শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বলেন, ‘হজযাত্রীদের বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের হজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’

/সিএ/এসএমএ/