ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাঈদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর ইউনিয়নকে ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।
গত বুধবার (২৬ জুলাই) প্রকাশিত গেজেট প্রকাশের পর ঢাকার দুই সিটি করপোরেশনে এ নিয়ে মোট ওয়ার্ড হল ১২৯টি।
এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গত ৯ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে মোট ১৬টি ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়। এতে ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বেড়ে দ্বিগুণেরও বেশি হয়। এরপর গত ২৯ জুন ঢাকা সিটি করপোরেশনের আয়তন বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ১৩ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড নিয়ে । সংরক্ষিত ১৪ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৩৭, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ১৫ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ড নিয়ে । সংরক্ষিত ১৬ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ১৭ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৯, ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ১৮ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ২০ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২১ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৭০, ৭১ ও ৭১ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২২ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৩ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৪ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬১, ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৫ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড নিয়ে।
/এসএমএ/
আরও পড়ুন
ঢাকার দুই সিটি সম্প্রসারণের গেজেট প্রকাশ