আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে: শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাআগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শ্রিংলা বলেন, ‘আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাসী। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমি নিশ্চিত, অন্য গণতন্ত্রের মতো এখানেও তেমনটি হবে। এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।’
সামনের নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা জানতে চাইলে শ্রিংলা বলেন, ‘গণতন্ত্র মানে অংশগ্রহণ। আমি নিশ্চিত নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে চায় তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কেউ অংশ না নিলে সে নির্বাচনের প্রক্রিয়ায় থাকবে না।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের বিষয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, এ মাসে তার (সুষমা স্বরাজ) বাংলাদেশ সফর হবে না। সামনের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে। আমরা এর মাঝামাঝি একটি তারিখ বের করার চেষ্টা করছি। 
/এসএসজেড/এআর/টিআর/