বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার দুপুরে বঙ্গভবনে যান ওবায়দুল কাদের। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম। এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে।’

ঘনিষ্ট সূত্রে জানা যায়, জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করতে সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিদের সঙ্গে আজ সকালে বঙ্গভবনে যান প্রধান বিচারপতি।

উল্লেখ্য, এর আগে শনিবার (১২ আগস্ট) রাতে প্রধান বিচারপতি এস. কে সিনহার বাসায় নৈশভোজে অংশ নেন সেতুমন্ত্রী। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে চলমান বিতর্কের ব্যাপারে দলের অবস্থান জানাতে প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

পিএইচ/এএইচ/ এপিএইচ/