‘চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন আশা করা ঠিক না’

চালের দামসারাদেশে বন্যার কারণে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন আশা করা ঠিক না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাজারে চালের দাম ১০ টাকা বাড়লেও কমেছে এক টাকা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ‘চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন প্রত্যাশা করা ঠিক না। দাম সবার ক্রয়সীমার মধ্যে আছে। দাম নিয়ে মানুষের মধ্যে কোনও হা-হুতাশ নেই। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ৫০ লাখ পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে।’

এ মুহূর্তে দেশে কত লাখ টন চাল আমদানি হয়েছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আড়াই লাখ টন চাল বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে রয়েছে।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/