ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৯ আগস্ট থেকে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি (ফাইল ছবি)ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৯ আগস্ট। যাত্রীরা ২৫ আগস্ট থেকে কিনতে পারবেন ফিরতি টিকিট। রেলমন্ত্রী এম মজিবুল হক বুধবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ের একজন মুখপাত্র জানান, ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চলবে। ঈদের পর পাঁচ থেকে সাতদিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
টিকিট বিক্রির সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে বেচাকেনা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী। তার ভাষ্য, ‘আসন্ন ঈদের সময় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময় আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।’
সূত্র: বাসস
/জেএইচ/
আরও পড়ুন-

ঈদ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৮ আগস্ট