পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ

পেঁয়াজদৈনন্দিন ব্যবহৃত মসলা পেঁয়াজের দাম বার বার বাড়ার কারণ জানতে চেয়ে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। বাণিজ্য সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং টিসিবি'র চেয়ারম্যানকে আগামী তিনদিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট)  রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান।  তিন দিনের মধ্যে উপযুক্ত ব্যাখা না দিলে আইননুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ আইনজীবী।

নোটিশে বলা হয়, গত একমাসে (জুলাই-আগস্ট) তিন দফায় পেঁয়াজের দাম বাড়ানো হয়।  গত  ১৩ আগস্ট  টিসিবি'র মূল্য তালিকা থেকে দেখা যায়, গত ১৩ জুলাই দেশি পেঁয়াজ ২৮/৩২ টাকা কেজি, আমদানি করা পেঁয়াজ ২২/২৫ টাকা কেজি মূল্য নির্ধারণ করা হয়। এরপর গত ৬ আগস্ট দেশি পেঁয়াজের মূল্য বাড়িয়ে ৩০/৩৫ এবং আমদানি করা পেঁয়াজ ৪৫/৫০ টাকা করা হয়। সর্বশেষ গত ১৩ আগস্ট দেশি পেঁয়াজ ৫০/৫৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬০/৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়। ফলে একমাসে পেঁয়াজের মূল্য তিনবার বাড়ে।

/এমটি/এসএনএইচ/