ঈদের ছুটি বাড়ছে কিনা, আলোচনা হয়নি মন্ত্রিপরিষদ সভায়

ঈদআসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ছে কিনা, তা নিয়ে গুঞ্জন থাকলেও এ বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় কোনও আলোচনা হয়নি। সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি এজেন্ডাতেই ছিল না বলে সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এম এন জিয়াউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের নিয়মিত সভা। সভা শেষে সচিবালয়ে ব্রিফিং করেন সচিব।
ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা জান, নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো নিয়ে মন্ত্রিপরিষদের সভায় কোনও আলোচনা হয়েছে কিনা। জবাবে সচিব জিয়াউল আলম বলেন, ‘ঈদের ছুটির বিষয়টি সভার এজেন্ডায় ছিল না। ফলে সরকারি ছুটি বাড়ানো-কমানোর নির্বাহী আদেশ নিয়ে সভায় কোনও ধরনের আলোচনা হয়নি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব জানান, দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়েও মন্ত্রী বা মন্ত্রিপরিষদ বিভাগকে আলাদা কোনও নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদের এই সভায় ২১ আগস্টের শোক প্রস্তাব গৃহীত হয়

আরও পড়ুন-

মন্ত্রিসভায় অনুমোদন পায়নি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০১৭

মন্ত্রিসভায় আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

/এসআই/টিআর/