ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

চাঁদ দেখা কমিটির সভাপবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে গণনা করা হবে জিলহজ মাস। সে হিসাবে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। 
দেশের আকাশে চাঁদ ওঠার খবরটি বাংলা ট্রিবিউনকে বিশেষভাবে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি চাঁদ দেখা গেছে।’
এরপর রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেওয়া হয়। এখানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী। এ সময় জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জিলহজ অর্থাৎ ২ সেপ্টেম্বর শনিবার ঈদুল আজহা।
সভায় আরও ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান। 
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায়। সে হিসাবে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগের দিন ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।