রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নির্বাচন কমিশনরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন।  বৃহস্পতিবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেছেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্না নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। ফলে এ সংলাপের মাধ্যমে দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপ শুরু হলো। তবে এদিন সকালে বিএনএফ’র সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্থদের ত্রাণ দেওয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেননি দলটির নেতারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারা রাজনৈতিক দলের নিবন্ধন নম্বরের শেষ দিক থেকে এবং প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ করার পরিকল্পনা নিয়ে সময়সূচি নির্ধারণ করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথমদিন সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বিকাল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেই হিসেবে দলদুইটিকে আমন্ত্রণও জানানো হয়। তবে, বন্যায় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলে বৃহস্পতিবার সংলাপে আসতে পারবে না বলে বিএনএফ ইসিকে চিঠি দিয়ে জানায়।

গত মঙ্গলবার বিএনএফ’র প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ বলেন, ‘দলের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রমে অংশ গ্রহণের কথা উল্লেখ করে সংলাপে অংশগ্রহণ করা অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে এই চিঠি গণমাধ্যমেও পাঠানো হয়েছে। চিঠিতে ২৪ আগস্ট নির্ধারিত তারিখের ১ মাস পর কমিশনের সুবিধাজনক নতুন সময়সূচি পুনঃনির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।’