চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে

খাদ্য মন্ত্রণালয়দেশের সব চালের মিল মালিক অ্যাসোসিয়েশন, আমদানিকারকদের অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর ১২টায় খাদ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।

গত রবিবার সচিবালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, বৈঠকে চাল ব্যবসায়ীদের কাছে সংকটের মূল কারণ জানতে চাওয়া হবে। যদি চাল সংকটের জন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: 

সচিবালয়ে চাল ব্যবসায়ীদের কথা কাটাকাটি 

মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ও লায়েক আলী


যে যেভাবে পারেন চাল আনেন: ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী
চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক শুরু
চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে 

তোফায়েল আহমেদের ১১ দফা আন্দোলনে ছিলাম, জামায়াত হলাম কিভাবে: লায়েক আলী
টানা বৃষ্টিতে বেড়েছে রোহিঙ্গাদের দুর্দশা, পাহাড় ধসের আশঙ্কা