বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে রিট

হাইকোর্টবিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।

আইনজীবী একলাছ জানান, ২৪ আগস্ট বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় এ রিট দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ২০০৬ সালে প্রণীত কেবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইনের ১৯ ধারার ১৩ উপ-ধারায় বলা হয়েছে, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনও টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। কিন্তু সম্প্রতি বিদেশি টিভি চ্যানেলে অহরহ বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। অবৈধভাবে কতিপয় কোম্পানি ওই সব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। এতে দেশীয় চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিটে তথ্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

তিনি জানান, হাইকোর্টের অবকালকালীন বেঞ্চে রিট আবেদনটির ওপর যেকোনও দিন শুনানি হতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপন দাতাদের সংগঠন- 'মিডিয়া ইউনিটি।’

আরও পড়ুন:

‘খালেদা জিয়া পালিয়ে থাকেন কেন?’

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিন, বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে’