রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা উচিত: ব্রিটিশ এমপি

উখিয়ার বালুখালীতে ত্রাণের জন্য রোহিঙ্গাদের দীর্ঘ লাইন (ছবি- ফোকাস বাংলা)মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটেনের তিন সংসদ সদস্য। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজারে রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা এ মন্তব্য করেন। এসময় তারা বলেন, মিয়ানমারকে এমনভাবে চাপ দিতে হবে যেন রোহিঙ্গারা নিজ দেশে যাওয়ার পরও নিরাপদ থাকে।
সংসদ সদস্য উইল কুইন্স বলেন, ‘আমরা সেখানে গিয়ে যা শুনেছি ও দেখেছি, সেটি অবিশ্বাস্য। এমন একজন নারীর সঙ্গে আমাদের কথা হয়েছে যার সামনেই তার ছেলে ও স্বামীকে হত্যা করা হয়।’ তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ফেরত যেতে চায়। তারা এখানে থাকতে চায় না। তবে রাখাইনে তারা নিরাপদ নয় বলেই ফিরতে পারছেন না।’
উইল কুইন্স আরও বলেন, ‘‘আমাদের (আন্তর্জাতিক সম্প্রদায়) উচিত মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করা যেন রোহিঙ্গারা নিজেদের ঘরবাড়িতে ফেরত যেতে পারে এবং সেখানে গিয়ে নিরাপদে থাকতে পারে।’
আরেক ব্রিটিশ সংসদ সদস্য অ্যান মে বলেন, ‘আমরা যা দেখেছি, যা শুনেছি— তাতে আমরা হতভম্ব। আমার কোনও সন্দেহ নেই যে তাদের নিজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মিয়ানমার তাদের পরিত্যাগ করেছে।’ তিনি বলেন, ‘আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা এখানে আসতে চায়নি। কিন্তু প্রাণের ভয়ে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তারা যদি নিজেদের গ্রামে নিরাপদে থাকতে পারে, তবে তারা আবার সেখানে ফেরত চলে যাবে।’ রাখাইনের চলমান সহিংসতাকে তিনি ‘মানুষের তৈরি জাতিগোষ্ঠী নিধনে’র উদাহরণ হিসেবে অভিহিত করেন।
সংসদ সদস্য পল স্কালি বলেন, ‘মিয়ানমারে ভয়ংকর ধরনের অবিশ্বাস্য ঘটনা ঘটছে। আমরা নো-ম্যানস ল্যান্ডে পাঁচ হাজার মানুষকে অবস্থান করতে দেখেছি। তারা এই বর্ষার মৌসুমে অত্যন্ত কষ্টের মধ্যে আছে।’ তিনি বলেন, ‘আমরা দেশে ফেরত গিয়ে সবাইর সামনে এখানকার অবস্থা তুলে ধরবো।’
আরও পড়ুন-
রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান



রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের আহ্বান