গুলশানে চাঁদাবাজির অভিযোগে ১৬ জন আটক

আটকরাজধানীর গুলশানে শাহজালাল ইসলামী ব্যাংকের পুরনো অফিসে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতরা হলো, রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস্য ও সজল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি গুলশানের শাহজালাল ইসলামী ব্যাংক শাখার অফিস পরিবর্তন করা হয়েছে। পুরনো অফিসের আসবাবপত্র নিলামে বিক্রি করা হয়। কিনে নেওয়া আসবাবপত্র আজ  নিতে আসলে কয়েকজন যুবক কাজে বাধা দেয় ও চাঁদা দাবি করে। তারা জানায়, পাঁচ লাখ টাকা না দিলে আসবাবপত্র নিতে দেবে না। পরবর্তীতে খরব পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওসি বলেন, তারা কেউ গুলশানের না। তাদের ঠিকানা বাড্ডায়। এদের আটক করে থানায় আনা হয়েছে।