সংবিধানে সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে তিনি আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
দুর্গা পূজা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’— এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করবো। সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সবার।’’
শেখ হাসিনা বলেন, ‘দুর্গা পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা এই দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।’
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সক্ষম হবো।’’
শেখ হাসিনা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। বাসস।
আরও পড়ুন-
প্রস্তুতি সম্পন্ন: আজ বোধন, কাল শুরু দুর্গা পূজা

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ: এরশাদ

দুর্গোৎসবের মানবকল্যাণ প্রতিষ্ঠার শিক্ষাকে আত্মস্থ করতে হবে: খালেদা জিয়া