ম্যার্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলজার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সম্প্রতি জার্মানির নির্বাচনে জয়লাভের জন্য ম্যার্কেলকে অভিনন্দন জানিয়ে এই সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ আরও জোরালোভাবে কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার (২৪ সেপ্টেম্বর) জার্মানির ১৯তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েও বিজয়ী হয় ম্যার্কেলের দল খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ)। ফলে ২০০৫, ২০০৯ ও ২১০৩ সালের পর ফের জার্মান চ্যান্সেলরের পদে আসীন হলেন আঙ্গেলা ম্যার্কেল।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন