জাতিসংঘকে সঙ্গে নিয়েই রোহিঙ্গাদের নিবন্ধন করছে সরকার: পররাষ্ট্র সচিব

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে তাদের নিবন্ধন জাতিসংঘকে সঙ্গে নিয়েই করছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ‘ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ’ আয়োজিত রোহিঙ্গা ইস্যুতে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক (ফাইল ছবি)তিনি বলেন, ‘ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রথম থেকে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা, শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জড়িত।’ তাদের সহায়তা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এই নিবন্ধন করছে বলেও তিনি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা যে শুধু আছে সেটাই না, বিশ্ব খাদ্য সংস্থা যে সিস্টেমের মাধ্যমে তাদের খাদ্য ত্রাণ সহায়তা দিয়ে থাকে, আমরা ঠিক সেই সিস্টেমটা অনুসরণ করছি। এটা আমরা একলা করছি না, জাতিসংঘের সবাইকে নিয়ে করছি।’

জাতিসংঘের বিভিন্ন সংস্থার লড়াই
পররাষ্ট্র সচিব বলেন, ‘বর্তমানে জাতিসংঘের সংস্থাগুলির মধ্যে কে কি কাজ করবে, সেটি নিয়ে একটি আভ্যন্তরীণ যুদ্ধ রয়েছে।’

আমরা এখন পর্যন্ত সবার সঙ্গে একটি ভারসাম্য রক্ষা করে চলেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাদের (জাতিসংঘের বিভিন্ন সংস্থা) বলেছি কিছুদিনের জন্য নিজেদের মধ্যে যুদ্ধটা বন্ধ রাখো। যারা (রোহিঙ্গা) আসছে তাদের আগে সহায়তা করো, মানবতার ডাকে সাড়া দাও। কে কত টাকা পেল, সেটি নিয়ে যুদ্ধ করো না। আমি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলি, এটি আমি নিউ ইয়র্কে কথা বলেছি, সব জায়গায় বলি।’

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হলে ৫ লাখ ৪০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে, গত অক্টোবর থেকে জুলাই পর্যন্ত প্রায় ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।