রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখবেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরোহিঙ্গা সংকট ও তাদের মানবিক সহায়তা নিয়ে জাতিসংঘ সদর দফতরে ইউনাইটেড ন্যাশনস ইকনোমিক অ্যান্ড স্যোসাল কাউন্সিল চেম্বারে আজ সোমবার স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বক্তব্য রাখবেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাষ্ট্র সফররত স্পিকার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টায় এ বক্তব্য রাখবেন।

এছাড়াও তিনি আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২০ অক্টোবর তার দেশে ফেরার কথা। খবর বাসস।