মিরপুরে ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ করে দিয়েছে রাজউক

 

মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযানঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর মিরপুরের ১৪ নম্বর সেকশনের একটি ভবন সিল মেলে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একইসঙ্গে পার্কিংয়ের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় বেশ কয়েকটি অবৈধ দোকান, রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়েছে। সোমবার মিরপুরের ১০ নম্বর সেকশন থেকে ১৪ নম্বর সেকশন পর্যন্ত এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজউকের অঞ্চল-৩-এর অথোরাইজড অফিসার  মো. মোবারক হোসেন।

অভিযানে মিরপুরের সেকশন-১০-এর ১ নং রোডের ১২ নং হোল্ডিংয়ের ‘মুসলিম রেস্টুরেন্ট’ ও ৪নং রোডের ২নং হোল্ডিংয়ের ‘জিনলিয়া রেস্টুরেন্ট’ উচ্ছেদ করা হয়। রেস্টুরেন্ট দু’টি ভবনের কার-পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। সেকশন-১৪-এর এম/২৪ নং ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেয় রাজউক। এছাড়া সেকশন-১০ ও সেকশন-১৪-এর বিভিন্ন ভবনের সামনের বেশ কয়েকটি অবৈধ  র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার ঢালু সিঁড়ি) ও সিঁড়ি সরানো হয়।