বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি

বাংলাদেশ-ভারতের পতাকাবাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফর উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সফরের আলোচ্যসূচি নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, চতুর্থ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে সুষমা স্বরাজ দু’দিনের সফরে ২২ অক্টোবর ঢাকা আসবেন। আজ ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত মন্ত্রণালয়গুলোর মতামত চাওয়া হয়েছে এবং আলোচ্যসূচি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আলোচনায় বিষয়টি তুলবো। এক্ষেত্রে আমরা চাইবো ভারত এখন পর্যন্ত যে অবস্থান নিয়েছে সেখান থেকে যেন অন্তত বিচ্যুত না হয়।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাবিরোধী দমন-পীড়ন শুরু করার পর ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমমার সফর করেন। তখন যৌথ বিবৃতিতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনও মন্তব্য না থাকলেও পরে ভারত একটি বিবৃতি দেয় এবং ২৯ সেপ্টেম্বর ভারত জাতিসংঘে মানবাধিকার কমিশনে একটি বিবৃতি পেশ করে।

সরকারের আরেক কর্মকর্তা বলেন, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন।সে সময় যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছিল, এবার সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।