টুম্পা হত্যা: যশোর থেকে আসামি সবুজ গ্রেফতার

গ্রেফতাররাজধানীর মোহাম্মদপুরের নব্য বুটিকসের বিক্রয়কর্মী রোকসানা আক্তার টুম্পাকে (২৬) হত্যার ঘটনায় তার সাবেক স্বামী সবুজ শেখকে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ বিষয়ে বুধবার বিকাল ৩টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের ২৩/এক্স নম্বর বাড়ির নিচতলার পোশাকের দোকানে টুম্পাকে হত্যা করা হয়।

এর আগে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, টুম্পাকে তার সাবেক স্বামী সবুজই হত্যা করেছে। তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

ওসি মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘টুম্পা যে দোকানে চাকরি করতেন, সেখানে সিসি ক্যামেরা ছিল। টুম্পাকে যেভাবে ছুরিকাঘাত করা হয়, তা সিসি ক্যামেরায় ধারণ করা আছে। আমরা ফুটেজ সংগ্রহ করেছি। রবিবার রাতেই ওই ফুটেজ টুম্পার পরিবারকে দেখিয়েছি। তারা নিশ্চিত করেছে টুম্পাকে যে ছুরিকাঘাত করেছে তার নাম মো. সবুজ শেখ। সে টুম্পার স্বামী ছিল।’

সবুজের গ্রামের বাড়ি পিরোজপুর। সে দীর্ঘদিন ধরে মিরপুরে থাকতো। কখনও পোশাক কারখানায় কাজ করে, কখনও ছুটা কাজ করে। নির্দিষ্ট করে কোনও কাজ সে করে না। টুম্পাকে সে প্রতারণা করে বিয়ে করেছিল বলে জানিয়েছে পুলিশ।