ভারত থেকে এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার

২০০৬ সালের সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী ভারত থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

চাল (ফাইল ছবি)ভারত থেকে আমদানি করা প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৫ ইউএস ডলার। যার মোট দাম পড়বে ৩৭৭ কোটি ৬৫ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় একলাখ মেট্রিক টন চাল কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে পাঠিয়েছিলো। প্রস্তাবটি পর্যালোচনা শেষে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।’