প্রধান বিচারপতির বিষয়টি শুরু থেকেই রাজনৈতিক: রুমীন ফারহানা

প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়টি শুরু থেকেই রাজনৈতিক। কারণ ষোড়শ সংশোধনীর পরেই তার বিরুদ্ধে যত অভিযোগ শুরু হয়, বলে জানিয়েছেন ব্যারিস্টার রুমীন ফারহানা। বৃহস্পতিবার ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ব্যারিস্টার রুমীন ফারহানাব্যারিস্টার রুমীন ফারহানা বলেন, প্রধান বিচারপতি যখন বিদেশ যাবেন বলে ছুটি চাইলেন তখন তার চিঠিতে বানান ভুল, তার স্বাক্ষরও সঠিক কি না তা নিয়ে নানা সংশয় রয়েছে। আবার তিনি যখন বিদেশে গেলেন তখন তিনি যে চিঠি রেখে গেলেন তখন ওই চিঠির প্রথমেই লিখলেন তিনি সম্পূর্ণ সুস্থ। আবার তিনি যখন দেশে ছিলেন তখন কেন তার বিরুদ্ধে অভিযোগ সামনে আনা হলো না। কেন তিনি বিদেশ যাওয়ার পরেই অভিযোগগুলো এলো?’

তিনি আরও বলেন, ‘আবার যখন তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ বলে জানা গেলো তখন অনেকেই তার সঙ্গে দেখা করতে চেয়ে অনুমতি পাননি। কিন্তু ওই সময়ই আইনমন্ত্রীসহ সরকারের অনেকেই দেখা করেছে। তাহলে এটা কিভাবে রাজনৈতিক না? এছাড়া তার বিরুদ্ধে যদি ২০১৫ সাল থেকেই অভিযোগ ওঠে থাকে তাহলে কেন সেটা বিচার করা হলো না। এই বিষয়গুলো নিয়ে নানা মনে প্রশ্ন তৈরি হয়েছে।’

যখন ষোড়শ সংশোধনী করা হলো ঠিক তখন থেকেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যা তা বলেছেন। যা বলার সাংবিধানিক অধিকার নেই উল্লেখ করে এই আইনজীবী বলেন, ‘কিন্তু অকথ্য ভাষায় এসব বিষয়ে কথা বলা হয়েছে। এমনকি ছাত্রলীগের সভাপতি পর্যন্ত খুবই নোংরাভাবে এ বিষয়ে কথা বলেছেন। ফলে এটা রাজনৈতিক কিনা তা জনগণের ওপরই ছেড়ে দিলাম, তারা বুঝবে।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করেন মুন্নী সাহা।

বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংবাদিক স্বদেশ রায় ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।