পদ্মা সেতুর মূল অংশের বরাদ্দের অর্ধেক ব্যয় হয়েছে

 

সংসদীয় কমিটির বৈঠকপদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর চুক্তিমূল্যের অর্ধেক ব্যয় হয়েছে। মূল সেতুর ১২ হাজার ১৩৩ কোটি টাকা চুক্তিমূল্যের মধ্যে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ৬ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় হয়েছে। মূল সেতুর কাজের বাস্তব অগ্রগতি ৪৯ শতাংশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রথম স্প্যান গত ৩০ সেপ্টেম্বর সফলভাবে স্থাপিত হয়েছে। এই প্রকল্পের বাস্তব অগ্রগতি কতটুকু হয়েছে, তা সরেজমিনে পরিদর্শনের জন্য আগামী ৪ নভেম্বর কমিটি সাইট এলাকা পরিদর্শনে যাবে বলে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি একাব্বর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। কমিটি কাজে সন্তোষ প্রকাশ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৪ নভেম্বর পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে যাব।’

বৈঠকে জানানো হয়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনগঞ্জ-সৈয়দপুর প্রান্তে সৌদি সরকারের সহায়তায় ৩৭৭ কোটি টাকা ব্যায়ে ১ হাজার ২৯০ মিটার দৈর্ঘ্যের ৩য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ  দ্রুতগতিতে  এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ হবে বলেও বৈঠকে আশা প্রকাশ করা হয়।

জানা গেছে, বৈঠকে যশোর-বেনাপোল মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কের দুরবস্থা নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়। জানা গেছে, বৈঠকের আলোচ্য সূচিতে না থাকলেও মহাসড়কে দুরবস্থার কথা বৈঠকে তুলে ধরেন যশোর-২ আসনের সরকার দলীয় সাংসদ কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘যশোর-বেনাপোল মহাসড়কের অনেক জায়গায় অবস্থা বেহাল। যে কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্ধারিত সময়ের চেয়ে যাতায়াতে সময়ও বেশি লাগছে। অনেকে অন্য রাস্তা ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।’

তার বক্তব্যের সূত্র ধরে কমিটির আরও কয়েকজন সদস্য দেশের বিভিন্ন সড়ক মহাসড়কের দুরবস্থার কথা তুলে ধরেন। কেউ কেউ বলেন, সংস্কার করা হলেও তা বেশি দিন ভালো থাকছে না।

পরে কমিটি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত এসব সড়ক মহাসড়ক পুনঃনির্মাণ করার সুপারিশ করে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বলেন,  ‘যশোর-বেনাপোল মহাসড়কসহ সড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে, মন্ত্রণালয় জানিয়েছে  যশোর-বেনাপোল সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। শিগগিরই সড়কের কাজ শুরু হবে।’

একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকে কমিটি সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন।