দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা: চুমকি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেহের আফরোজ চুমকিপ্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নারীরা অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রশাসনসহ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এবং ব্যবসা ক্ষেত্রে নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শুক্রবার সকালে কক্সবাজারের জেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এবং নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়,কক্সবাজারের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন নাহার হেনা প্রমুখ।

নাছিমা বেগম বলেন, নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। তাদেরকে অর্থ উপার্জন করতে হবে। যে ধরনের কাজ করলে টাকা আয় করা যাবে সে রকমের কাজ করতে হবে। এজন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুই কোটি নারীকে প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে।