সুষমা স্বরাজ ঢাকায়

সুষমা স্বরাজ (ফাইল ফটো)ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রবিবার (২২ অক্টোবর) বিকাল পৌনে দুইটার দিকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামেন তিনি।

জানা গেছে, সফরকালে রোহিঙ্গাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে তিনি আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সুষমা স্বরাজকে স্বাগত জানান।

গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার বিকাল সাড়ে ৪টায় দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবিবার সন্ধ্যায় ৬টায় ও রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

উভয় বৈঠকেই রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দু’দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন:
রাত ৮টায় খালেদা-সুষমা বৈঠক