২০১৬-১৭ অর্থবছরে জনশক্তি রফতানি বাড়লেও কমেছে রেমিট্যান্স

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক২০১৬-১৭ অর্থবছরে দেশের জনশক্তি রফতানি বাড়লেও এই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ কমেছে। গত অর্থবছরে জনশক্তি রফতানি আগের অর্থবছরের তুলনায় বেশি ছিল ৩০ শতাংশ। তবে এই অর্থবছরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কম ছিল ১৪.৪৮ শতাংশ। মন্ত্রিপরিষদের বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফিং করেন সচিব।
ব্রিফিংয়ে সচিব জানান, আজকের বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৬-১৭ অর্থবছরে দেশের রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার। এসময় ট্যাক্স আদায় হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৭.৭ শতাংশ বেশি।
মন্ত্রিপরিষদের বৈঠকসচিব জানান, এই অর্থবছরে আগের তুলনায় মাথাপিছু আয়ও বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে যেখানে মাথাপিছু আয় ছিল ১৪৬৫ মার্কিন ডলার, সেখানে ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬০২ মার্কিন ডলার। এছাড়া, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৪ শতাংশ, যা আগের বছর ছিল ৭.১১ শতাংশ।
এদিকে, মন্ত্রিসভায় উপস্থাপন করা প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে জনশক্তি রফতানি হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন, যা আগের অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। তবে জনশক্তি রফতানি বাড়লেও এই অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে আগের অর্থবছরের তুলনায় ১৪.৪৮ শতাংশ।
জনশক্তি রফতানি বাড়লেও রেমিট্যান্স প্রবাহ কেন কমেছে এবং বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে। তিনি বলেন, ‘বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিরা জানিয়েছেন, সার্বিকভাবে রেমিট্যান্স প্রবাহ কমলেও প্রকৃতপক্ষে বিদেশি আয় কমেনি। রেমিট্যান্স প্রোপার চ্যানেলে না এসে অন্য চ্যানেলে আসার পরিমাণ বেড়ে গেছে। এগুলোকে হিসাবে অন্তর্ভুক্ত করা যায়নি বলেই রেমিট্যান্স প্রবাহ কম পাওয়া গেছে।’
মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে ভোলার শাহবাজপুরে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।