শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানের চেষ্টা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ফাইল ছবিশান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনও জটিল সমস্যার সমাধান সম্ভব। এ লক্ষ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মিয়ানমার গিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা বলেন।   

তিনি বলেন,  ‘১৯৯২ সালের শরণার্থী প্রত্যাহার আইনের চুক্তির আলোকে কূটনৈতিক কাগজপত্র আদান-প্রদান চলছে।  স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে দেশটির সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে বিষয়গুলো চূড়ান্ত করবেন। সবকিছু ঠিকঠাক মতো চূড়ান্ত হলে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, উগ্র আচরণ করলেও আমরা তা করবো না। ধৈর্য সহকারে আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। কেউ উগ্র আচরণ করলেও বাংলাদেশ ঠাণ্ডা মাথায় কাজ করবে। বাংলাদেশ বিশ্বাস করে,সুষ্ঠু ও শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়েই যে কোনও জটিল সমস্যার সমাধান করা সম্ভব।’

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।