৭ মার্চের গুরুত্ব জাতি-রাষ্ট্রের অহঙ্কারের সঙ্গে জড়িত: আ স ম রব

আসম আব্দুর রব (ফাইল ফটো)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালি জাতি-রাষ্ট্রের অহঙ্কারের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বাধীনতার সময় প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। পরে মঙ্গলবার এক প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে অভিনন্দন জানান তিনি।

রব বলেন, ‘ভাষণ প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সিরাজুল আলম খানসহ আমরা সম্পৃক্ত ছিলাম। ওই দিন বঙ্গবন্ধুর নির্দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম। বঙ্গবন্ধুর ভাষণের সময় আমি মঞ্চে উপস্থিত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতির মাধ্যমে বাঙালি জাতির স্পর্ধার স্বীকৃতি মিলেছে। স্বাধীনতা ও মুক্তির জন্য দীর্ঘ দিনের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চ ইশতেহার পাঠ পরবর্তীতে চূড়ান্ত ঘোষণার জন্য ৭ মার্চের ভাষণ ছিলো অনিবার্য।

আরও পড়ুন:
‘৭ মার্চের ভাষণ ছিলো অলিখিত, ভিত্তি ছিলো বিশ্বাস’