সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীকে এই অভিনন্দন জানানো হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
ব্রিফিংয়ে সচিব বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এছাড়া, ফোর্বস ম্যাগাজিনের তালিকায় গতবছর প্রধানমন্ত্রী বিশ্বের ক্ষমতাশালী নারীদের তালিকায় ৩৬তম অবস্থানে ছিলেন। এ বছর তিনি এই তালিকায় ৩০তম স্থানে রয়েছেন। এ কারণেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
মন্ত্রিসভার এই বৈঠকে ২০১৮ সালে ২২ দিন সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে।