বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করবে সরকার: তথ্যমন্ত্রী

শেখ মুজিবুর রহমানজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২০ সালে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।  

জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি একেএম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার এই কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘২০২০ সালে জাতির জনকের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় তাঁর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জন্মশতবার্ষিকীর আগেই এই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।’

সরকারি দলের সদস্য মাহবুব আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় বছরে ৬ থেকে ৮টি চলচ্চিত্র নির্মাণে আর্থিক অনুদান দিয়ে থাকে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণেও অনুদান দেওয়া হয়। তবে তা শিল্পমান সম্পন্ন হতে হবে। সূত্র: বাসস।